ওতামেন্দির প্রতি ক্ষোভ নেই জেসুসের

নিকোলাস ওতামেন্দির কনুইয়ের আঘাতে চোট পেলেও ক্লাব সতীর্থের প্রতি কোনো ক্ষোভ নেই ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 11:09 AM
Updated : 12 June 2017, 11:09 AM

মেলবোর্নে গত শুক্রবার আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার ওতামেন্দির কনুইয়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জেসুস। তারা দুজনই খেলেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে।

হাসপাতালে প্রথমে কিছু পরীক্ষার পর ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ আছেন জেসুস। তবে পরে আরও পরীক্ষায় ২০ বছর বয়সী এই স্ট্রাইকারের বাঁ অক্ষিকোটরে চিড় ধরা পড়ে।

তাতে অবশ্য ওতামেন্দির প্রতি কোনো রাগ নেই জেসুসের। ব্রাজিলের স্পোরটিভিকে তিনি বলেন, "তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা খুব সাধারণ একটি চ্যালেঞ্জ ছিল, এটা ইচ্ছাকৃত ছিল না।"

"পরে ড্রেসিং রুমে আমরা কথা বলেছি এবং সে (ওতামেন্দি) আমাকে একটি বার্তা পাঠিয়েছে। সে ভালো মানুষ।"  

"এগুলো খেলারই অংশ এবং সে খারাপ কিছু করেনি।"

মঙ্গলবার মেলবোর্নে একই মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে খেলতে পারবেন না ২০ বছর বয়সী জেসুস। তার জায়গায় অন্য কাউকে ডাকেওনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।