
লিখটেনস্টাইনকে উড়িয়ে দিল ইতালি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2017 03:07 AM BdST Updated: 12 Jun 2017 03:19 AM BdST
বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ এক জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। দুর্বল লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জামপিয়েরো ভেনতুরার দল।
Related Stories
রোববার রাতে ইতালির উদিনেতে প্রথমার্ধে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে স্বাগতিকরা। একে একে লক্ষ্যভেদ করেন আন্দ্রেয়া বেলোত্তি, এদের, ফেদেরিকো ও মানোলো গাব্বিয়াদিনি। গত নভেম্বরে এই দলের মাঠে ৪-০ গোলে জিতেছিল ২০০৬ সালে সবশেষ বিশ্বকাপ জেতা দলটি।
এবারের বাছাইপর্বে ইতালির এটা টানা চতুর্থ ও মোট পঞ্চম জয়।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৮৬তম দলের বিপক্ষে ঘরের মাঠে অধিকাংশ সময় বল দখলে রাখা ইতালির প্রথমার্ধের পারফরম্যান্স ছিল সাদামাটা। তাদের গোলের অপেক্ষা শেষ হয় ৩৫তম মিনিটে। ডান দিক থেকে মিডফিল্ডার লিওনার্দো স্পিনাজ্জোলার ডি-বক্সে বাড়ানো বল পা দিয়ে উপরে তুলে জোরালো কোনাকুানি শটে দলকে এগিয়ে দেন নাপোলির ফরোয়ার্ড ইনসিনিয়ে।

আর ৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এদের। ডান-দিকে বেলোত্তিকে পাস দিয়ে দ্রুত ভিতরে ঢুকে ফিরতি বল আট গজ দূর থেকে ভলিতে জালে পাঠান কিছুক্ষণ আগেই বদলি নামা ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারাতেও গোল করেছিলেন এদের।
৮২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে সব অনিশ্চয়তার ইতি টানেন ফেদেরিকো। ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা ফিওরেন্তিনোর এই খেলোয়াড়। যোগ করা সময়ে ১০ গজ দূর থেকে দলের শেষ গোলটি করেন গাব্বিয়াদিনি।

সমান ম্যাচে ইতালির পয়েন্টও ১৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
গ্রুপের অন্য ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আলবেনিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ ইসরায়েল।
মেসিডোনিয়ার পয়েন্ট ৩। লিখটেনস্টাইনের পয়েন্ট ০।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- এসএ গেমস: দাপুটে জয়ে সোনা জিতল ছেলেরা
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- বৈশ্বিক ক্রীড়া আসরে ৪ বছর নিষিদ্ধ রাশিয়া
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু
- ইন্টারের বিপক্ষে নেই মেসি