চোখে চোট পেয়েছেন জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2017 04:37 PM BdST Updated: 11 Jun 2017 04:40 PM BdST
প্রাথমিক পরীক্ষায় কোনো চোট ধরা না পড়লেও পরবর্তীতে আরও পরীক্ষায় ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের অক্ষিকোটরে চিড় ধরা পড়েছে।
শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জেসুস। দুই জনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন ম্যানচেস্টার সিটির হয়ে।
শুরুতে তার চোট গুরুতর বলে ধারণা করা হলেও হাসপাতালে কিছু পরীক্ষার পর ব্রাজিল দলের এক কর্মকর্তা জানান, সুস্থ আছেন জেসুস। দলের সমন্বয়ক এদু গাস্পারও জানান, চোট সংক্রান্ত কোনো সমস্যা নেই এই ফরোয়ার্ডের।
তবে শনিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানায়, ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ অক্ষিকোটরে চিড় ধরে পড়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ম্যাচটি ১-০ গোলে হারে ব্রাজিল। মঙ্গলবার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জেসুস নিজে অবশ্য জানিয়েছেন, তার চোট গুরুতর কিছু নয়। টুইটারে লিখেছেন, "আমি ভালো আছি।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের জন্য জেসুসের বদলি কাউকে ডাকবেন না কোচ তিতে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে অস্ট্রেলিয়া-ব্রাজিল ম্যাচটি।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন