মারাদোনার সঙ্গে তুলনীয় নয় দিবালা: পেলে

পাওলো দিবালার মধ্যে দিয়েগো মারাদোনার ছায়া দেখেন অনেকে। কিন্তু আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ডকে নিয়ে পেলের ভাবনাটা একেবারেই অন্যরকম। তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার মনে করেন, দিবালাকে অতিরঞ্জিতভাবে মূল্যায়ন করা হয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 09:16 AM
Updated : 10 June 2017, 09:16 AM

২০১৫ সালে পালেরমো ছেড়ে ইউভেন্তেুসে যোগ দেওয়ার পর থেকে দিবালা আলোচনায়। এরই মধ্যে দুটি সেরি আর শিরোপা জিতেছেন ২৩ বছর বয়সী খেলোয়াড়; দুই মৌসুম মিলিয়ে লিগে গোল করেছেন ৩০টি।

ইউভেন্তুসের গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় দারুণ অবদান ছিল দিবালার। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ হেরে যাওয়া ফাইনালে নিষ্প্রাণ ছিলেন তিনি।

গাব্রিয়েল মের্কাদোর গোলে গত শুক্রবার প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। মেলবোর্নের ওই ম্যাচে দিবালার ৬৯ মিনিটের খেলায় সন্তুষ্ট হতে না পারার কথা তুত্তোস্পোর্তকে জানান পেলে।

“লোকে তাকে যতটা ভালো বলে, সে ততটা ভালো নয়।”

“তারা বলে, সে (দিবালা) অবশ্যই মারাদোনার উত্তরসূরি হবে কিন্তু তাদের (দিবালা ও মারাদোনার) মধ্যে কেবল একটা বিষয়ে মিল আছে; সেটা হলো তারা দুজনেই বাঁ পায়ে শট নেয়।”