ব্রাজিলের জয়রথ থামালো আর্জেন্টিনা

গাব্রিয়েল মের্কাদোর একমাত্র গোলে মেলবোর্নে প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। দলটির নতুন কোচ হিসেবে হোর্হে সাম্পাওলির শুরুটা তাই হলো দারুণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 12:16 PM
Updated : 9 June 2017, 09:21 PM

তিতে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে টানা সাত আর সব মিলিয়ে টানা নয় ম্যাচ জেতার পর হারের স্বাদ পেল ব্রাজিল।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্র্যাউন্ডে শুক্রবার প্রীতি ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণে চাপ দিতে থাকে। এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগও সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেয়ে যায় ২২তম মিনিটে। কিন্তু ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনার ত্রাতা।

বাঁ দিক থেকে দ্রুত আক্রমণে ওঠা উইলিয়ান গোলরক্ষক সের্হিও রোমেরোকে একা পেয়েও শট নেননি। ডান দিকে থাকা ফিলিপে কৌতিনিয়োকে বল বাড়ান। নিখুঁত ট্যাকলে ওতামেন্দি কৌতিনিয়োকেও আটকে দেন। এরপর ৩৩তম মিনিটে ফিলিপে লুইসের দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি।

নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার শুরুটা দুর্বার হয়নি। লিওনেল মেসি-গনসালো হিগুয়াইন-পাওলো দিবালা এই তিন তারকায় সাজানো আক্রমণভাগ ব্রাজিল গোলরক্ষককে বড় কোনো পরীক্ষাই নিতে পারছিল না।

৩৮তম মিনিটে হিগুয়াইনের হেড গোলরক্ষকের গ্লাভসে জমে যাওয়ার পরের মিনিটে দি মারিয়াকেও হতাশ হতে হয়। পিএসজির এই আক্রমণাত্মক মিডফিল্ডারের প্রথম প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি ভলি কাছের পোস্ট দিয়ে ঢোকার আগ মুহূর্তে ফেরান গোলরক্ষক।

৪৪তম মিনিটে দি মারিয়ার বাড়ানো বল আলতো টোকায় দিবালাকে এগিয়ে দেন মেসি; কিন্তু ইউভেন্তুস ফরোয়ার্ড পোস্টের বাইরে শট নিয়ে সুযোগটা নষ্টা করেন। তবে পরের মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। দি মারিয়ার ক্রসে ওতামেন্দির হেড পোস্টে লেগে ফেরার পর গোলমুখে থাকা মের্কাদো সহজেই বল জালে পাঠান।

৫৪তম মিনিটে দি মারিয়া ঠিকঠাক ভলি নিতে পারেননি। ৬০তম মিরিটে গাব্রিয়েল জেসুসের শট ফিস্ট করে ফেরান রোমেরা। এরপর উইলিয়ানের ফ্রি-কিকে জেসুসের শট বাইরের জালে জড়ায়।

৬২তম মিনিটে দুর্ভাগ্যের ফেরে সমতাসূচক গোল থেকে বঞ্চিত হয় ব্রাজিল। ফের্নান্দিনিয়োর ডিফেন্স চেরা বল নিয়ন্ত্রণে নেওয়া জেসুসের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর উইলিয়ানের ফিরতি শটও ফিরে আসে একইভাবে! শেষ পর্যন্ত সমতায় ফেরা গোলের নাগাল পায়নি তিতের দল।