‘মেসি সবচেয়ে প্রতিভাধর খেলোয়াড়দের অন্যতম’

বরাবরই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ পেপ গুয়ার্দিওলার বিশ্বাস, বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড ইতিহাসের সবচেয়ে ‘প্রতিভাধর’ ক্রীড়াবিদদের একজন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 06:04 PM
Updated : 8 June 2017, 06:07 PM

বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা এই কোচের অধীনে ২০০৮ থেকে ২০১২ সালে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছিল বার্সেলোনা। আর কাতালান ক্লাবটির ওই সময়ের সাফল্যের বড় কারিগর ছিলেন মেসি।

সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। গুয়ার্দিওলার মতে, ক্যারিয়ারে লম্বা সময় ধরে মেসি যেরকম পাহাড়সম প্রত্যাশার চাপ সামলেছেন সেটাই তাকে ইতিহাসের সেরা ক্রীড়াবিদদের মধ্যে জায়গা দেবে।

কাতালুনিয়া রেডিওকে তিনি বলেন, “সে সর্বকালের সবচেয়ে প্রতিভাধর ক্রীড়াবিদদের একজন। আমি তার মস্তিষ্কে ঢুকতে চাই। দেখতে চাই, বার্সেলোনা ও আর্জেন্টিনায় তার উপর যে চাপ তা সে কিভাবে সামলায়।”

“পুরো বিশ্ব চায়, প্রতি ম্যাচেই সে তিন গোল করুক ও তিনটা গোল করাক। দলের অন্য খেলোয়াড়রা মনে করে, তাদের দলে মেসি আছে এবং তারা তার উপর নির্ভর করে।”