এক ঝটকায় লিগ পেছাল ২৮ জুলাইয়ে

সোমবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা শুরু হবে ২৮ জুলাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 02:56 PM
Updated : 8 June 2017, 02:56 PM

পেশাদার লিগ কমিটির বৃহস্পতিবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম-এই দুই ভেন্যুতে হবে লিগের খেলা।

গত কয়েকদিন ধরে নির্ধারিত ১২ জুনে লিগ শুরুর কথা বাফুফের কর্মকর্তারা বারবার বললেও শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলেছে। ক্লাবগুলোর দাবির কারণে লিগ পেছানো হয়েছে বলে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

“সাতটি ক্লাবের লিগ পেছানোর দাবি আমাদেরকে বিবেচনা করতে হয়েছে। রোজা, গরম আবহাওয়া ও খেলোয়াড়দের অসুস্থতার কারণে ঈদের পর ক্লাবগুলো লিগ শুরুর অনুরোধ করেছিল।”

“এছাড়া ন্যাশনাল টিমস কমিটিও অনুরোধ করেছিল এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতির জন্য সময় দিতে। এদিকে ক্লাবগুলো বাছাইয়ের দলে থাকা খেলোয়াড়দের ছাড়া খেলতে চায়নি। সব মিলিয়ে আমাদেরকে লিগ পেছানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”