মোরাতার শেষ দিকের গোলে হার এড়ালো স্পেন

কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারতে বসেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে শেষ দিকে আলভারো মোরাতার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে হুলেন লোপেতেগির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 10:44 AM
Updated : 8 June 2017, 10:44 AM

বুধবার স্পেনের মুর্সিয়ায় স্বাগতিকদের সঙ্গে কলম্বিয়ার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ২২তম মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার দাভিদ সিলভার গোলে এগিয়ে যায় স্পেন। ৩৯তম মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের ব্যর্থতায় কলম্বিয়াকে সমতায় ফেরান মিডফিল্ডার এদউইন কারদোনা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে রাদামেল ফালকাওয়ের জোরালো হেডে এগিয়ে যায় অতিথিরা। দুই বছর পর দেশের হয়ে গোল করলেন ফালকাও।  এরই সঙ্গে জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ২৬ গোল করে কলম্বিয়ার ইতিহাসে সেরা গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন মোনাকোর এই স্ট্রাইকার।

২-১ গোলে এগিয়ে থেকে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল কলম্বিয়া। তবে ৮৭তম মিনিটে হেডে পরাজয় এড়ান বদলি হিসেবে নামা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মোরাতা।

স্পেনের অপরাজেয় পথচলাও বজায় থাকলো তাতে। ২০১৬ ইউরোর পর ভিসেন্তে দেল বস্কের উত্তরসূরি হিসেবে যোগ দেওয়া লোপেতেগির অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি স্পেন। শেষ ৯ ম্যাচের ছয়টিতে জিতেছে ও তিনটি ড্র করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।