মাঠের লড়াই সমানে সমান হবে বলে বিশ্বাস রোমা কোচের।
বুধবার কোয়ার্টার-ফাইনালে অষ্টম বাছাই জাপানের নিশিকোরিকে ২-৬, ৬-১, ৭-৬, ৬-১ গেমে হারান গতবারের রানার্সআপ মারে।
তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে শেষ চারে খেলবেন তৃতীয় বাছাই স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে। সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৩, ৬-৩, ৬-১ হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন সুইস তারকা ভাভরিঙ্কা।
এদিকে, অস্ট্রিয়ার ডোমিনিক টিমের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ষষ্ঠ বাছাই টিমের কাছে ৭-৬, ৬-৩, ৬-০ গেমে হারেন গতবারের চ্যাম্পিয়ন।