শেষ আটে নাদাল, মুগুরুসার বিদায়

ফরাসি ওপেনে জয়ের ধারা ধরে রেখেছেন রাফায়েল নাদাল। দুর্দান্ত এক জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন স্পেনের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 04:41 PM
Updated : 4 June 2017, 04:41 PM

রোববার শেষ ষোলোয় চতুর্থ বাছাই নাদাল ৬-১, ৬-২, ৬-২ গেমে হারান স্বদেশি রবের্তো বাউতিস্তা আগুতকে।

এখানে চ্যাম্পিয়ন হলে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম ও ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামে ১০টি শিরোপা জয়ের কীর্তি গড়বেন ৩১ বছর বয়সী নাদাল।

১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল শেষ আটে মুখোমুখি হবেন আরেক স্বদেশি পাবলো কাররেনো বুস্তার সঙ্গে।

কঠিন লড়াই শেষে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন অষ্টম বাছাই জাপানের কেই নিশিকোরি। অবাছাই দক্ষিণ কোরিয়ার হিয়ন চংকে ৭-৫, ৬-৪, ৬-৭, ০-৬, ৬-৪ গেমে হারান তিনি।   

নারী এককে অঘটনের শিকার হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন গার্বিনে মুগুরুসা। ত্রয়োদশ বাছাই স্বাগতিক ক্রিস্তিনা ম্লাদিনোভিচের কাছে ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারেন স্পেনের এই খেলোয়াড়।

সহজ জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।

শেষ আটে আরও উঠেছেন সাবেক এক নম্বর কারোলিন ওজনিয়াকি। ২০১০ সালের পর প্রথম ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন ডেনমার্কের এই খেলোয়াড়।