আতলেতিকোতেই থাকছেন গ্রিজমান

আতলেতিকো মাদ্রিদের উপর দল বদলের নিষেধাজ্ঞা বহাল থাকায় ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঁতোয়ান গ্রিজমান। তার মতে, দলের এমন কঠিন সময়ে চলে যাওয়া অনৈতিক হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 02:57 PM
Updated : 4 June 2017, 03:09 PM

অনেক দিন ধরে গ্রিজমানের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগের খবর শোনা যাচ্ছিল। সম্প্রতি ফরাসি এই ফরোয়ার্ড নিজেই ইংলিশ ক্লাবটিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন।

কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার কেনার নিয়ম ভাঙায় ২০১৬ সালের জানুয়ারিতে আতলেতিকোর ওপর নতুন খেলোয়াড় চুক্তি করানোয় নিষেধাজ্ঞা দেয় ফিফা। গত সেপ্টেম্বরে ফিফা আপিল কমিটিও সেই শাস্তি বহাল রাখে। সবশেষ আন্তর্জাতিক ক্রীড়া আদালতও (সিএএস) নিষেধাজ্ঞার শাস্তি বহাল রাখলো।

ফলে জানুয়ারির আগে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না আতলেতিকো। তাই ভিসেন্তে কালদেরনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন গ্রিজমান।

এ ব্যাপারে গ্রিজমান বলেন, "ক্লাব ও আমার সতীর্থদের জন্য এটা কঠিন এক মুহূর্ত। এই অবস্থায় চলে যাওয়া অনৈতিক হবে।"

রিয়ালের উপরও ছিল একই নিষেধাজ্ঞা। কিন্তু সিএএস তাদের শাস্তি কমানোয় আসছে দল-বদলের বাজারে খেলোয়াড় কিনতে পারবে তারা।