ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ খেলা উইলিয়ান মনে করেন, নতুন কোচ বেছে নেওয়ার পর সঠিক পথের সন্ধান পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে গত শনিবার কার্ডিফের ফাইনালে সেরি আর চ্যাম্পিয়ন ইউভেন্তুসকে ৪-১ গোলে হারায় রিয়াল। দলের জয়ে বাকি দুই গোলদাতা কাসেমিরো ও মার্কো আসেনসিও।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ৪৪ বছর বয়সী জিদান আগামী মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে থেকে যাওয়ার কথা বলেন।
“আমরা খুশি। কেননা, লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অর্জন করা সহজ নয়। আমরা কঠোর পরিশ্রম এবং আশাবাদ নিয়ে সেখানে (কার্ডিফে) গিয়েছিলাম এবং এটা আমাদের জন্য দুর্দান্ত একটা বছর।”
গত বছর জানুয়ারি রাফায়েল বেনিতেসের বিদায়ের পর রিয়ালের হাল ধরেছিলেন জিদান। দায়িত্বে থাকার মেয়াদ দুই বছর পুরো হয়নি কিন্তু এরই মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। রিয়াল এবার ফরাসি এই কোচের হাত ধরে ২০১২ সালের পর প্রথম লা লিগা শিরোপাও পুনরুদ্ধার করেছে।