‘রিয়ালের সবার জন্য ঐতিহাসিক দিন’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017 02:36 PM BdST Updated: 04 Jun 2017 10:58 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক যুগে যা কখনই হয়নি, ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে সে নজিরই গড়েছে রিয়াল মাদ্রিদ। টানা দুইবার ইউরোপ সেরা হওয়ার পর দলটির কোচ জিনেদিন জিদানও জানিয়েছেন, কার্ডিফের দিনটি রিয়ালের সবার জন্য ঐতিহাসিক দিন।
Related Stories
শনিবার ফাইনালে সেরি আর চ্যাম্পিয়নদেরকে ৪-১ গোলে হারায় রিয়াল। দলের জয়ে ক্রিস্তিয়ানো রোনালদো দুটি, কাসেমিরো ও মার্কো আসেনসিও একটি করে গোল করেন।
এখনও পুরোপুরি দুই মৌসুম রিয়ালের কোচের দায়িত্বে থাকা হয়নি জিদানের। কিন্তু এরই মধ্যে ফরাসি এই কোচ জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ। প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম রিয়ালও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপার ডাবল পূরণ করল। খেলোয়াড় হিসেবে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিদানের জন্য দিনটা পরমান্দদায়ক।
“কেউই এটা করেনি (চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা) এবং আমরা করেছি। তাই আপনারা বলতে পারেন, মাদ্রিদের সমর্থকদের জন্য, আমার জন্য, মাদ্রিদের পুরো পরিবারের জন্য এটা সত্যিই একটা ঐতিহাসিক দিন।”
“কিন্তু আপনারা জানেন বিষয়গুলো কেমন। পরের বছর এটা (শিরোপা জেতা) আরও কঠিন হবে এবং আরও একবার জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করবো।”
বছরটাকে দুর্দান্ত মনে হচ্ছে বলেও জানিয়েছেন জিদান। শিষ্যদেরও মনখুলে প্রশংসা করেছেন।
“আজ আমরা বলতে পারি যে, আমরা খুবই ভালো একটা দল এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের যোগ্য; যেগুলো জেতা সহজ ছিল না।”
“এটা দারুণ একটা বছর। আমি এর চেয়ে ভালো কিছুর স্বপ্ন দেখতে পারতাম না।”
প্রথমার্ধে ১-১ গোলের সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে শিষ্যদের দুর্দান্ত খেলার ভীষণ খুশি থাকার কথাও জানান জিদান।
“আপনি একটা দারুণ দলের বিপক্ষে খেলেছেন। দুদলেরই ৫০-৫০ সুযোগ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা পরিষ্কারভাবে এগিয়ে ছিলাম। আমরা বলের নিয়ন্ত্রণে রেখেছি। শারীরিকভাবেও আমি মনে করি আমরা জিতেছি। আমরা যে প্রত্যয় দেখিয়েছে, তার জন্য ধন্যবাদ এবং আমি খুব খুব খুশি।”
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস