আমরাই যোগ্য: রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017 04:24 AM BdST Updated: 04 Jun 2017 11:00 PM BdST
মৌসুমের নকআউট পর্বে জ্বলে ওঠা ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে ইতিহাস গড়ায় পথ দেখালেন। গড়লেন রেকর্ড, স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। গর্বিত কণ্ঠে জানালেন, অসাধারণ এই কীর্তি গড়ার তারাই যোগ্য।
Related Stories
শনিবার রাতে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ইউভেন্তুসকে ৪-১ গোলে হারিয়ে দ্বাদশ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল। প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখলো জিনেদিন জিদানের দল।
অসাধারণ অর্জনের রাতে ২০তম মিনিটে ১৬ গজ দূর থেকে নীচু কোনাকুনি শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। আর ৬৪তম মিনিটে ডান দিকের বাই লাইন থেকে লুকা মদ্রিচের ক্রসে কাছ থেকে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিন ফাইনালে গোল করা রোনালদো ম্যাচ শেষে বলেন, “এর জন্যেই আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। মৌসুমের শেষে আপনি যা করবেন তার সুবাদেই আপনি বড় শিরোপাগুলো জিতবেন।”
গ্রুপ পর্বে মাত্র দুটি গোল করা রোনালদো নকআউট পর্বে করলেন ১০ গোল। কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে পাঁচ গোল করার পর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালে করেন তিন গোল। আর এবার ফাইনালে দুটি।

“প্রথমার্ধ শেষে জিদান আমাদের খুব ইতিবাচক কিছু কথা বলেছিলেন। বলেছিলেন, তিনি আমাদের প্রতি সত্যিই বিশ্বাস রাখেন। মৌসুমের শেষটা আমরা অবিশ্বাস্য করেছি। আমরাই প্রথম দল হিসেবে টানা দুই বছরে এটা জিতলাম এবং আমি দুই গোল করেছি।”
“এটা আমাদের আরেকটি রেকর্ড। আমি ও খেলোয়াড়েরা এটার যোগ্য কারণ আমি দুই গোল করেছি এবং আমি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।”
চ্যাম্পিয়ন্স লিগে মোট ১০৫টি গোল করা রোনালদো এই নিয়ে রিয়ালের হয়ে তৃতীয়বার এর শিরোপা জিতলেন। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছিলেন প্রথমটি।
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার