রিয়ালেই থাকবেন রদ্রিগেস, আশা রোনালদোর

ক্রিস্তিয়ানো রোনালদোর আশা, সান্তিয়াগো বের্নাবেউয়ে থেকে যাবেন হামেস রদ্রিগেস। তবে কলম্বিয়ার এই মিডফিল্ডার যদি চলেও যান সেটাও 'যৌক্তিক' বলে মেনে নিবেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 07:24 AM
Updated : 3 June 2017, 07:24 AM

রিয়াল ছাড়ছেন রদ্রিগেস - মৌসুম জুড়ে শোনা গেছে এমন গুঞ্জন। অনেক দিন থেকেই আরও বেশি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন তিনি।

গত বছরের জানুয়ারিতে রাফায়েল বেনিতেসের জায়গায় জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পরই মূলত দলে অনিয়মিত হয়ে পড়েন রদ্রিগেস।

তাকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান আগ্রহী বলে সংবাদ মাধ্যমের খবর। তবে সতীর্থ রোনালদো চান, রিয়ালেই থেকে যাক রদ্রিগস।

কার্ডিফে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের মুখোমুখি হবে রিয়াল।

শুক্রবার স্প্যানিশ টেলিভিশন লা সেক্সতাকে রোনালদো বলেন, "হামেসের (রিয়াল ছাড়ার) কারণ আছে এবং বিষয়গুলোকে আমাদের সম্মান দেখাতে হবে। সে যদি এখানে সুখে না থাকে এবং সে যদি আরও বেশি চায়, তাহলে তার উচিত নিজের জন্য সেরাটার খোঁজ করা।"

"তবে সে যদি আমার মত জানতে চায়, আমি তাকে থাকতে বলবো।"

"আরও বেশি ম্যাচ খেলাই তার জন্য সবচেয়ে ভালো হতো, কিন্তু এগুলো একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার রিয়াল মাদ্রিদে খেলার যোগ্যতা আছে। তবে (ছাড়ার) কারণও আছে তার। বিষয়গুলোকে অবশ্যই সম্মান জানাতে হবে আমাদের।"