পরিসংখ্যানে রিয়াল-ইউভেন্তুস ফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুস দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। জিনেদিন জিদানের দলের স্বপ্ন প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা। আর ইউভেন্তুসের লক্ষ্য ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জেতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 03:57 PM
Updated : 3 June 2017, 09:16 AM

কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দুবারের শিরোপাজয়ী ইউভেন্তুসের মধ্যে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। রোমাঞ্চ জাগানিয়া এই ফাইনালের আগে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের আরও কিছু পরিসংখ্যান।

# ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুস দুবার ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা জিতেছে, ১৯৮৫ ও ১৯৯৬ সালে।

# ইউরোপের সেরা ক্লাবগুলোর প্রতিযোগিতায় মোট ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল; ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬ সালে। (১৯৯৮ সাল থেকে শিরোপা চ্যাম্পিয়ন্স লিগের)

# ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এর আগে ১৮ বার দেখা হয়েছে দল দুটির। আটটি করে জিতেছে উভয় দল, দুটি ম্যাচ ড্র।

# এই প্রতিযোগিতায় ৪৯৯টি গোল করেছে রিয়াল। শনিবারের ফাইনালে গোল করলেই প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছাবে তারা।

# রিয়ালকে হারাতে পারলে ইউরোপের নবম দল হিসেবে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়বে ইউভেন্তুস। চলতি মৌসুমে এরই মধ্যে সেরি আ ও ইতালিয়ান কাপ জিতেছে তারা।

# কার্ডিফে জিতলে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে ইউভেন্তুস।

ছন্দে আছেন রোনালদো:

* চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ মৌসুমে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

* সাতটি হ্যাটট্রিক করে প্রতিযোগিতায় লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

* চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন রোনালদো।

ফাইনাল:

* দুটি দলই এবার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাচ্ছে, স্পর্শ করবে এসি মিলানের ফাইনাল খেলার রেকর্ড।

এবারের আসরের শীর্ষ ৫ গোলদাতা

লিওনেল মেসি (বার্সেলোনা)

১১

ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)

১০

রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ)

এদিনসন কাভানি (পিএসজি)

পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড)

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করা ১০ দল

রিয়াল মাদ্রিদ

৪৯৯

বার্সেলোনা

৪৫৯

বায়ার্ন মিউনিখ

৪১৫

ম্যানচেস্টার ইউনাইটেড

৩৫০

আর্সেনাল

২৮১

ইউভেন্তুস

২৬৩

চেলসি

২৪৯

এসি মিলান

২৩১

পোর্তো

২১৮

অলিম্পিক লিঁও

১৮৭