মেসির সঙ্গে কাজ করতে মুখিয়ে ভালভেরদে

লিওনেল মেসির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বার্সেলোনার নতুন কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 03:04 PM
Updated : 1 June 2017, 03:04 PM

চলতি সপ্তাহেই অবসরে যাওয়া লুইস এনরিকের উত্তরসূরি হিসেবে ভালভেরদের নাম ঘোষণা করে বার্সেলোনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করে কাতালান ক্লাবটি।

সংবাদ সম্মেলনে ভালভেরদে বলেন, “দারুণ সব খেলোয়াড়ে ঠাসা দুর্দান্ত একটি দলে কোচিং করানোই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

“মেসিকে কোচিং করানোটা আনন্দের হবে, আমার দেখা সেরা এই খেলোয়াড়কে কোচিং করানোটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা।”

"আমি জানি, মাঝে মাঝে মনে হয় সে তার সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তখনও পরের দিন সে আরও উন্নতি করে। আমার পরিকল্পনা হলো, উন্নতির ধারা ধরে রাখতে তাকে সাহায্য করা এবং তার সঙ্গে কাজ করাটা উপভোগ করা।”

বার্সেলোনায় আন্দ্রেস ইনিয়েস্তার গুরুত্বটাও তুলে ধরেছেন আথলেতিক বিলবাওয়ের সাবেক কোচ। তবে কাম্প নউয়ে এই প্লেমেকারের ভবিষ্যত নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

“লিও, ইনিয়েস্তা ও অন্যান্য খেলোয়াড়দের ওপর আমি নির্ভর করতে পারি। আমি মনে করি করি, এই দল ও ক্লাবের জন্য আন্দ্রেস ইনিয়েস্তা খুবই গুরুত্বপূর্ণ একজন।”

“খেলোয়াড়দের উন্নতিতে আমি সহযোগিতা করতে চাই।… বিশ্বজুড়ে সমর্থকদের জন্য আমরা আনন্দ বয়ে আনতে চাই। অবশ্যই শিরোপা জিততে চাই। এটাই আসল লক্ষ্য।”