'বর্ষসেরা হতে পারেন বুফ্ফন'

আন্দ্রেয়া পিরলোর বিশ্বাস, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুস যদি রিয়াল মাদ্রিদকে হারাতে পারে তাহলে এবারের বর্ষসেরা পুরস্কার জিততে পারেন জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 12:22 PM
Updated : 1 June 2017, 12:22 PM

কার্ডিফে প্রিন্সিপালিটি স্টেডিয়ামে শনিবার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

ইউভেন্তুসের হয়ে আটটি সেরি আ সহ অনেক শিরোপা জিতেছেন বুফ্ফন। কিন্তু কখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। সে অপূর্ণতা এবার ঘুঁচলে ইতালির এই গোলরক্ষক বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটিও জিততে পারেন বলে মনে করেন সাবেক তারকা মিডফিল্ডার পিরলো।

এ প্রসঙ্গে কোরিয়েরে দেল্লা সেরাকে পিরলো বলেন, "আমি তাই মনে করি। আমি মনে করি, এটাই সঠিক বছর।"

গত ৯ বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দখলে। বার্সেলোনা ফরোয়ার্ড পাঁচবার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চারবার জিতেছেন এটি।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা ইতিহাসের একমাত্র গোলরক্ষক হলেন দিনামো মস্কোর সাবেক খেলোয়াড় লেভ ইয়াশিন, ১৯৬৩ সালে পুরস্কারটি জিতেছিলেন তিনি।   

বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে খেলা পিরলোর আশা, তার সাবেক সতীর্থ এবার ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা উঁচিয়ে ধরবে।

"সে এই শিরোপা জিততে পারলে আমি খুশি হবো। কারণ, সেরাদের অন্যতম হওয়ার প্রমাণ দিয়েছে সে।"