সহজ জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ

ফরাসি ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 04:14 PM
Updated : 31 May 2017, 04:14 PM

চতুর্থ বাছাই স্পেনের নাদাল দ্বিতীয় রাউন্ডে সরাসরি ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে হারান নেদারল্যান্ডসের রবিন হাসেকে।

বুধবার আরেক ম্যাচে দুই ঘন্টা সাত মিনিটের লড়াইয়ে দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে হারান পর্তুগালের জোয়াও সোজাকে।

অঘটনের শিকার হয়েছেন দ্বাদশ বাছাই স্বাগতিক জো-উইলফ্রেদ সোঙ্গা। অবাছাই আর্জেন্টিনার রেনসো অলিভোর কাছে ৭-৫, ৬-৪, ৬-৭ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন ফরাসি এই খেলোয়াড়।

নারী এককে কষ্টের জয় পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন গার্বিনে মুগুরুসা। দ্বিতীয় রাউন্ডে দুই ঘন্টা ৮ মিনিটের লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে থাকা এস্তোনিয়ার আনেত কন্তাভেইতকে ৬-৭, ৬-৪ ও ৬-২ গেমে হারান চতুর্থ বাছাই স্পেনের এই খেলোয়াড়।

সহজ জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। জাপানের কুরুমি নারাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে পাঁচ বছরে প্রথমবার প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডে উঠেছেন দশম বাছাই যুক্তরাষ্ট্রের এই তারকা। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের বিলি জিন কিংয়ের পর ৩৬ বছর বয়সী ভেনাস সবচেয়ে বেশি বয়সে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন।

অঘটনের শিকার হয়েছেন পেত্রা কেভিতোভা। যুক্তরাষ্ট্রের বেথানিক ম্যাটেক স্যান্ডসের কাছে ৭-৬, ৭-৬ গেমে হেরেছেন দুই বারের উইম্বলডন জয়ী চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়।