বার্সায় ২০২২ পর্যন্ত থাকছেন স্টেগেন 

মার্ক-আন্ড্রে টের স্টেগেনের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী কাম্প নউয়ে ২০২২ সালের জুন পর্যন্ত থাকবেন এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 03:26 PM
Updated : 29 May 2017, 03:26 PM

বার্সেলোনা এ ব্যাপারে জার্মান এই গোলরক্ষকের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে। মঙ্গলবার চুক্তিটি সই হতে পারে।
 
টের স্টেগেনের সঙ্গে কাতালান ক্লাবের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ২০১৯ সালে। নতুন চুক্তি হলে ক্লাবটিতে আরও তিন বছর থাকবেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। চুক্তিটিতে ১৮ কোটি ইউরোর ‘বাই আউট ক্লজ’ থাকছে।
 
স্টেগেন ২০১৪ সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে বার্সেলোনা শিবিরে নাম লেখান। শুরুতে ক্লাওদিও ব্রাভোর বিকল্প হিসেবে দলের গোলপোস্ট সামলান তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে ছিলেন কোচের প্রথম পছন্দ।
             
ব্রাভো ম্যানচেস্টার সিটিতে নাম লেখালে লুইস এনরিকের প্রথম পছন্দের গোলরক্ষক হন টের স্টেগেন। 
 
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে জিতেছেন দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে শিরোপা। একবার করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।      
  
কনফেডারেশন্স কাপে জার্মান দলেও জায়গা পেয়েছেন টের স্টেগেন।