জেকোর হাতে সেরি আর সর্বোচ্চ গোলের পুরস্কার

নাপোলির ড্রিস মের্টেন্সকে পেছনে ফেলে এবার ইতালিয়ান সেরি আয় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন রোমার এদিন জেকো। এই প্রথম বসনিয়ার কোনো খেলোয়াড় ইতালি সর্বোচ্চ লিগে এ কৃতিত্ব দেখালো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 10:25 AM
Updated : 29 May 2017, 10:27 AM

রোববার এবারের সেরি আর শেষ দিন জেনোয়ার বিপক্ষে রোমার ৩-২ ব্যবধানের জয়ে একটি গোল করেন এই ফরোয়ার্ড। ফলে ২৯ গোল নিয়ে এবারের লিগ শেষ করলেন তিনি।

এবার সেরি আর পয়েন্ট টেবিলে রোমাকে দুই নম্বরে রাখতে বড় অবদান ছিল দলটির হয়ে শেষ আট ম্যাচে ৮টি গোল করা জেকোর। এর আগে ২০০৮-০৯ মৌসুমে বুন্ডেসলিগায় ভলফসবুর্গের হয়ে ২৬ গোল করা ছিল তার সেরা নৈপুণ্য।    

২৮ গোল নিয়ে লিগ শেষ করেছেন মের্টেন্স। সামদোরিয়ার বিপক্ষে দলের শেষ ম্যাচে নাপোলির ৪-২ ব্যবধানের জয়ে একটি গোল করেন বেলজিয়ামের এই খেলোয়াড়।

২৬ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন তরিনোর আন্দ্রে বেলোত্তি। ২৪টি করে গোল  ইউভেন্তুসের গনসালো হিগুয়াইন ও ইন্টার মিলানের মাউরো ইকার্দির।

২০ বা এর বেশি গোল করা অপর খেলোয়াড় হলেন লাৎসিওর চিরো ইম্মোবিলে (২৩)।