জার্মান কাপ চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড

টানা তিন মৌসুমে ফাইনালের ব্যর্থতা কাটিয়ে অবশেষে জার্মান কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। এবারের ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বুন্ডেসলিগায় তৃতীয় হওয়া দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 10:02 AM
Updated : 28 May 2017, 10:02 AM

শনিবার বার্লিনে শিরোপা নির্ধারণী ম্যাচে ২-১ গোলে জিতেছে ডর্টমুন্ড। গত তিন আসরের ফাইনালে দুইবার বায়ার্ন মিউনিখের কাছে ও একবার ভলফসবুর্গের কাছে হেরেছিল তারা।  

ম্যাচের অষ্টম মিনিটে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ডি-বক্সের ডান দিক থেকে বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার উইঙ্গার আন্তে রেবিচের গোলে সমতায় ফিরে ফ্রাঙ্কফুর্ট।

৬৭তম মিনিটে স্পট কিক থেকে আউবামেয়াং গোল করলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। চলতি মৌসুমে এই নিয়ে ফরাসি বংশোদ্ভূত গ্যাবনের এই খেলোয়াড়ের গোল হলো ৪০টি।