বিদায়বেলাতেও মেসি বন্দনায় এনরিকে

শিরোপা জিতে শেষ হলো লুইস এনরিকের বার্সেলোনা পর্ব। তবে বিদায়ের আগে আরও একবার প্রিয় শিষ্য লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন স্প্যানিশ এই কোচ। বললেন সেই পুরানো কথা, সব দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড অন্য গ্রহের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 07:22 AM
Updated : 28 May 2017, 09:32 AM

গত শনিবার মেসির নৈপুণ্যে দেপোর্তিভো আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোপা দেল রে শিরোপা জেতে বার্সেলোনাকে। নিজে গোল করার পাশাপাশি নেইমার ও পাকো আলকাসেরের গোলে অবদান রাখেন মেসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল নিয়ে মৌসুম শেষ করা মেসির প্রশংসায় মাতেন এনরিকে।

“সব দিক থেকে মেসি অন্য গ্রহের এবং আমি খুব ভাগ্যবান যে, তার সেরা বা অন্যতম সেরা ফর্ম উপভোগ করতে পেরেছি। কোনো সন্দেহ নেই, সেই এক নম্বর এবং সেটা হতে হলে আপনাকে সব দিক নিয়ন্ত্রণ করতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে।”

“সে নিজের নিখুঁত যত্ন নেয়। মেসির থেকে এখনও অনেক কিছু আসার বাকি রয়েছে।”

২০১৪ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর টানা তিনবার কোপা দেল রের শিরোপা জিতলেন এনরিকে। আর সব মিলিয়ে জিতেছেন ৯টি শিরোপা। শেষ মৌসুমটা সাফল্যে মোড়ানো না হলেও কোনো দুঃখ নেই ৪৭ বছর বয়সী এই কোচের।

“আমি সুখী বোধ করছি। কেননা, শিরোপা জিতে বার্সেলোনার সমর্থকদের খুশি করাটা আমি অনেক উপভোগ করেছি এবং এটা নিয়ে আমি গর্বিত। ১৩টার মধ্যে নয়টি শিরোপা খুবই ভালো রেকর্ড।”

“আমিই (বার্সেলোনার কোচ হিসেবে) থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, এটা আমার জন্য এবং খেলোয়াড়দের সবচেয়ে ভালো হবে।”