চোট পেয়ে মাঠের বাইরে সুয়ারেস

ঊরুতে চোট পেয়ে ছিটকে পড়েছেন বার্সেলোনা ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 09:56 AM
Updated : 26 May 2017, 10:01 AM

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনের সময় সুয়ারেস ডান পায়ের পেশিতে চোট পান। আগামী দু্ই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে।

ফলে জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ড ও ইতালির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সুয়ারেস চোট পাওয়ায় বার্সেলোনার অবশ্য কোনো ক্ষতি হচ্ছে না। কারণ আলাভেসের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে নিষেধাজ্ঞার কারণে এমনিতেই খেলতে পারবেন না তিনি। শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি। 

প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পান ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে ১৫ দিন সময় লাগতে পারে ২০১৬-১৭ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৩৭ গোল করা সুয়ারেসের।