-
মাদ্রিদের যে কোনো উৎসবের কেন্দ্র সিবেলেস স্কয়ারে লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ দল।
-
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো।
-
দলকে এগিয়ে দেওয়ার পর দানিলোর সঙ্গে রোনালদোর উদযাপন।
-
করিম বেনজেমার ব্যবধান দ্বিগুণ করা গোলের পর সের্হিও রামোস-করিম বেনজেমার উচ্ছ্বাস।
-
বেনজেমার ব্যবধান দ্বিগুণ করা গোলের পর সের্হিও রামোস, করিম বেনজেমা, লুকা মদ্রিচের বাঁধভাঙা উল্লাস।
-
বেজে গেছে শেষ বাঁশি, উদযাপন শুরু বেনজেমা-রাফায়েল ভারানেদের।
-
বেজে গেছে শেষ বাঁশি, উদযাপন শুরু রিয়ালের।
-
উৎসবের আমেজে কেইলর নাভাস- রোনালদো।
-
উৎসবের আমেজে রিয়াল শিবির।
-
শিরোপা নিশ্চিত হওয়ার পর রোনালদো বুকে জড়িয়ে ধরেন জিনেদিন জিদান।
-
উৎসবের আমেজে রিয়াল শিবির।
-
মাদ্রিদের যে কোনো উৎসবের কেন্দ্র সিবেলেস স্কয়ারে লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ দল।
-
মাদ্রিদের সিবেলেস স্কয়ারে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন সের্হিও রামোস ও মার্সেলো।
পাঁচ বছরের অপেক্ষার ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে মালাগাকে ২-০ গোলে হারিয়ে ২০১২ সালের পর প্রথম লিগ শিরোপা জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা। স্পেনের সফলতম ক্লাবটির এটা ৩৩তম লা লিগা শিরোপা। ছবি: রয়টার্স