চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, লিভারপুল, পারল না আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2017 09:57 PM BdST Updated: 21 May 2017 10:25 PM BdST
শিরোপা লড়াই শেষ হয়েছে আগেই। বাকি ছিল শুধু তিন দলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার প্রতিযোগিতা। শেষ রাউন্ডে টানটান উত্তেজনার সে লড়াইয়ে জিতে আগামী মৌসুমের ইউরোপা সেরার মঞ্চে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
রোববার ওয়াটফোর্ডের মাঠে ৫-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল সিটি। আর নিজেদের মাঠে মিডলসবরোকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।
শেষ রাউন্ডে জয় পেয়েছে আর্সেনালও। এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল। কিন্তু অন্যরা হোঁচট না খাওয়ায় পঞ্চম স্থানে থেকেই লিগ শেষ করলো তারা।
দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা চেলসি ও রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের সঙ্গে তৃতীয় হওয়া সিটি সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে। আর চতুর্থ হওয়া লিভারপুল খেলবে প্লে-অফ।
চেলসি শেষ রাউন্ডে ৫-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। আন্তোনিও কোন্তের দল ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো। আর হ্যারি কেইনের হ্যাটট্রিকে হাল সিটিকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া টটেনহ্যামের পয়েন্ট ৮৬।
তৃতীয় হওয়া সিটির পয়েন্ট ৭৮। আর চতুর্থ লিভারপুলের পয়েন্ট ৭৬।
টানা ২০ বার চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর এবার ইউরোপ সেরার লড়াইয়ে অনুপস্থিত থাকবে আর্সেনাল। ৭৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হওয়া দলটি ২০১৭-১৮ মৌসুমের ইউরোপা লিগে খেলবে।

পঞ্চম মিনিটে বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি গোলে এগিয়ে যাওয়ার পর ২৩ ও ৩৬তম মিনিটে দুটি গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। আর ৪১তম মিনিটে চতুর্থ গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়ো।
৫৮তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।

আর ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অষ্টম মিনিটে হেক্তর বেল্লেরিনের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ছয় মিনিট পর স্বাগতিকরা পরিণত হয় ১০ জনের দলে। এনের ভালেন্সিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন লরাঁ কোসিয়েলনি।
অধিনায়ক বহিষ্কার হওয়ার কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে দলটি; ২৭তম মিনিটে গোলটি করেন আলেক্সিস সানচেস।

যোগ করা সময়ে আর্সেনালের তৃতীয় গোলটি করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যামজি।
শেষ রাউন্ডের আগেই অবনমন নিশ্চিত হয়ে যায় হাল সিটি, মিডলসবরো ও তলানির দল সান্ডারল্যান্ডের।
-
রোলা গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ