শেষ দিনের নাটকীয়তার আশায় বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেললেও আশা ছাড়ছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে। একেবারে শেষ মুহূর্তেও নাটকীয় কিছুর স্বপ্ন দেখছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 01:57 PM
Updated : 20 May 2017, 03:05 PM

রোববার লিগের শেষ দিন নির্ধারণ হবে শিরোপা। এদিন কাম্প নউয়ে বার্সেলোনা খেলবে এইবারের সঙ্গে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল খেলতে যাবে মালাগার মাঠে।

শিরোপাটি ধরে রাখতে হলে এইবারের বিপক্ষে বার্সেলোনাকে জিতলেই হবে না। মালাগার বিপক্ষে রিয়ালের হারতেও হবে।

৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল।

এমন কঠিন হিসাবের সামনে দাঁড়িয়েও লিগ শিরোপার আশা ছাড়তে নারাজ বার্সেলোনার দায়িত্ব ছাড়ার দ্বারপ্রান্তে থাকা এনরিকে।

“গুরুত্বপূর্ণ হতে যাওয়া এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত।”

“এই কয় বছরে বার্সেলোনা আমাকে যা দিয়েছে এর সব কিছুর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

“এখন আমাদের একমাত্র লক্ষ্য (এইবারের বিপক্ষে) জেতা এবং তিনটি পয়েন্ট পাওয়া। যদি এটা যথেষ্ট না হয়, তখন আমরা মাদ্রিদকে অভিনন্দন জানাবো।”

নাটকীয় কিছুর আশায় থাকা বার্সেলোনা কোচ বলেন, “ব্যাপারগুলো আমাদের নিজেদের হাতে নেই। কিন্তু শিরোপার জন্য আমরা একেবারে শেষ পর্যন্তই লড়ে যাচ্ছি।”

বার্সেলোনার হয়ে লা লিগায় এটাই হবে এনরিকের শেষ ম্যাচ।