বুন্ডেসলিগায় প্রথম নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস

বুন্ডেসলিগায় প্রথম নারী রেফারি হতে যাচ্ছেন বিবিয়ানা স্টাইনহাউস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 11:48 AM
Updated : 20 May 2017, 11:48 AM

জার্মানির শীর্ষ লিগের ২০১৭-১৮ আসরের জন্য যে চার জন নতুন রেফারির নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছেন ৩৮ বছর বয়সী এই পুলিশ অফিসার।

ইংলিশ প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপের সাবেক রেফারি হাওয়ার্ড ওয়েবের প্রেমিকা স্টাইনহাউস ছয় বছর ধরে দ্বিতীয় সারির ফুটবলে রেফারির দায়িত্ব পালন করছেন।

স্টাইনহাউসের কাছে এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন দায়িত্বে যোগ দিতে মুখিয়ে আছেন তিনি।  

"আমি অবগত যে, বুন্ডেসলিগায় আমি প্রথম নারী রেফারি হবো। সংবাদ মাধ্যম ও মানুষ আমাকে খুব নিবিড়ভাবে দেখবে।"

বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারে ভিডিও টেকনোলজি চালু করার কাজের নেতৃত্বে থাকা ওয়েবও স্টাইনহাউসের বুন্ডেসলিগায় দায়িত্ব পাওয়ার খবরে রোমাঞ্চিত। শীর্ষ পর্যায়ে উঠে আসতে এটা আরও নারীদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগেও নারী রেফারির প্রচলন খুব বেশি দূরে নেই বলে মত তার।

আগামী ১ জুন কার্ডিফে নারীদের চ্যাম্পিয়ন্স লিগে লিঁও ও পিএসজি মধ্যকার ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন স্টাইনহাউস।