কেইনের ৪ গোলে উড়ে গেল লেস্টার

লেস্টার সিটিকে একাই গুঁড়িয়ে দিয়েছেন হ্যারি কেইন, করেছেন চার গোল। জ্বলে ওঠেন সন হিউং-মিনও। এই দুই জনের অসাধারণ নৈপুণ্যে গতবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 10:37 AM
Updated : 19 May 2017, 11:16 AM

বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক লেস্টারকে ৬-১ গোলে হারায় টটেনহ্যাম। মিডফিল্ডার হিউং-মিন দুটি গোল করেন।

গত শুক্রবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে চেলসি। আর রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোয় দ্বিতীয় স্থান নিশ্চিত হয় টটেনহ্যামের। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচটি অতিথি দলের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না।

শুরু থেকেই দারুণ ছন্দে খেলে চলতি লিগে ২৫তম জয় তুলে নেয় মাওরিসিও পচেত্তিনোর দল।

২৫তম মিনিটে কাছ থেকে দলকে এগিয়ে দেন কেইন। আর ৩৬তম মিনিটে ২০ গজ দূর থেকে ব্যবধান দ্বিগুণ করেন হিউং-মিন।

৫৯তম মিনিটে লেস্টারের একমাত্র গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার বেঞ্জামিন।

৬৩তম মিনিটে আবারও কাছ থেকে বল জালে পাঠান কেইন। আট মিনিট পর ভলিতে দলের চতুর্থ গোলটি করেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হিউং-মিন। আর শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে দুবার দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।

চলতি লিগে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন কেইন, তার গোল ২৬টি। ২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এভারটনের রোমেলু লুকাকু। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের আলেক্সিস সানচেসের গোল ২৩টি।

এই জয়ের পর টটেনহ্যামের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৩। চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৯০।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

৭২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে আর্সেন ভেঙ্গারের দল আর্সেনাল।