‘রোনালদো থাকলে সবই সহজ’

সেল্তা ভিগোর বিপক্ষে ক্রিস্তিয়ানোর রোনালদোর জোড়া গোলে অবদান রাখা ইসকো জানিয়েছেন, এই সতীর্থের সঙ্গে খেললে সব কিছুই সহজ মনে হয়। ফর্মে থাকা এই ফরোয়ার্ড রিয়ালের এগিয়ে চলার পথে বড় ভূমিকা রাখছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 04:49 PM
Updated : 18 May 2017, 04:49 PM

রোনালদোর জোড়া গোলে বুধবার সেল্তার মাঠে ৪-১ গোলের জয় পায় রিয়াল। অপর দুটি গোল করেন করিম বেনজেমা ও টনি ক্রুস।  

লিগে ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৯০, বার্সেলোনার ৮৭। ২০১২ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে আর ১ পয়েন্ট পেলেই চলবে জিনেদিন জিদানের দলের।

লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দুর্দান্ত পথ চলায় দারুণ খেলেছেন ইসকোও। কিন্তু আক্রমণাত্মক এই মিডফিল্ডারের মতে, অসাধারণ ফর্মে থাকা রোনালদোর উপস্থিতিই সবকিছু সহজ করে দিয়েছে।

“ক্রিস্তিয়ানোর সঙ্গে একটা বোঝাপড়া তৈরি করা খুব সহজ। আপনাকে কেবল বক্সে ও এর আশপাশে তাকে বল দিলেই হবে, বাকিটা তিনি করেন।”

ইসকোর দাবি, মৌসুমের শেষ সময়টায় এসে রোনালদো তার সর্বোচ্চটা দিয়ে জ্বলে ওঠেছে। দারুণ খেলছে দলের বাকিরাও। 

“আমরা ভালো ফর্মে আছি। আমাদের শিরোপা-ভাগ্য আমাদের নিজেদের হাতে। খুবই ভালো সম্ভাবনা নিয়ে আমরা মালাগার মাঠে খেলতে যাবো”