ফেডারেশন কাপের শেষ আটে চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2017 08:13 PM BdST Updated: 18 May 2017 08:13 PM BdST
আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হিসেবে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের দলটি। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা আটে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল গত আসরের রানার্সআপ আরামবাগ।
৩৩তম মিনিটে আফেজ ওলাওলে ওলাডিপোর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে জাহিদ হোসেনের কর্নারে সতীর্থের হেডের পর বল পেয়ে যান ওলাডিপো। নেপালের দল মানাং মার্সিয়াংদি থেকে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড অনায়াসে লক্ষ্যভেদ করেন।
তিন মিনিট পর সমতায় ফেরে ফেডারেশন কাপের গত আসরের রানার্সআপ আরামবাগ। একক প্রচেষ্টায় ডি-বক্সের ভেতর ঢুকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন ইকাংগা।
৬২তম মিনিটে ফের এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। বাঁ দিক থেকে জাহিদের কর্নারে কৌশিক বড়ুয়ার হেড গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এলিসন উডোকা।
ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু শাখাওয়াত হোসেন রনির শট গোলরক্ষকের গায়ে লাগলে, ওলাডিপো ফাঁকা পোস্টে লক্ষ্যভেদে ব্যর্থ হলে তা আর হয়নি।
সর্বাধিক পঠিত
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন