ফরাসি লিগে চ্যাম্পিয়ন মোনাকো

শিরোপা জয়টা একরকম নিশ্চিত ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সাঁত-এতিয়েনকে হারিয়ে সেটি সারল মোনাকো। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো জিতল লিগ ওয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 06:08 AM
Updated : 18 May 2017, 06:08 AM

বুধবার রাতে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে মোনাকো। রাদামেল ফালকাওয়ের বাড়ানো বল গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন ভ্যালের জারমাঁ।

মোনাকোর শিরোপা জয়ে বড় অবদান ৩১ বছর বয়সী ফালকাও ও ১৮ বছরের তরুণ এমবাপে।

এবারের লিগে মোনাকোর সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ান ফরোয়ার্ড ফালকাও করেছেন ২১ গোল। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লিগেও আলো ছড়িয়েছেন এমবাপে। লিগে ফরাসি এই ফরোয়ার্ড করেছেন ১৫ গোল।

৩৭ ম্যাচে মোনাকোর পয়েন্ট ৯২, রানার্সআপ পিএসজির ৮৬। লিগের বাকি আর এক রাউন্ড।