সাউথ্যাম্পটনের মাঠে ম্যানইউয়ের হোঁচট

চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ফের হোঁচট খেয়েছে। সাউথ্যাম্পটনের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 08:44 PM
Updated : 17 May 2017, 08:44 PM

বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়তে বসেছিল ইউনাইটেড্। ডিফেন্ডার এরিক বেইলি বুক দিয়ে বল ঠেকাতে গিয়ে হাতে লাগান, ফলে পেনাল্টি পায় সাউথ্যাম্পটন। কিন্তু ইতালির ফরোয়ার্ড মানোলো গাব্বিয়াদিনির স্পটকিক ঠেকিয়ে দেন গোলরক্ষক সের্হিও রোমেরো।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে আরও দুবার রোমেরোর দারুণ নৈপুণ্যে গোল খাওয়া থেকে বেঁচে যায় অতিথিরা। ৫৬তম মিনিটে দুসান তাদিচের প্রচেষ্টা রুখে দেওয়ার পর জেমসের দূরপাল্লার শট ঠেকান আর্জেন্টিনার এই গোলরক্ষক।

৭২তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়ালের শট পোস্টে লাগে। বাকি সময়ে কেউ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

লিগ টেবিলের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭ ম্যাচে ৬৬।

আগেই শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলা রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

৭২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে আর্সেন ভেঙ্গারের দল আর্সেনাল।