এবার মাজিয়ার মাঠে হারল আবাহনী

প্রথমার্ধে মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশনকে আটকে রাখতে পেরেছিল আবাহনী। দ্বিতীয়ার্ধে আর পারেনি। দুই গোল হজম করে হেরেছে দ্রাগো মামিচের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 01:38 PM
Updated : 17 May 2017, 01:38 PM

এএফসি কাপের ‘ই’ গ্রুপে মালদ্বীপে আবাহনীর হারটি ২-০ গোলের। প্রথম লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। 

অবশ্য প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লড়াকু ফুটবল খেলে আবাহনী। সপ্তম মিনিটে রায়হান হাসানের দূরপাল্লা শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর আলেকসান্দার রাকিচের শট ফিরিয়ে আবাহনীর ত্রাতা শহিদুল আলম সোহেল।

পঞ্চদশ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রসে এমেকা ডারলিংটনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে গ্রুপের আগের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারানো আবাহনীর। পরের মিনিট আবদুল্লাহ আসাদুল্লাহর ডান পায়ের জোরালো শট ফেরান শহিদুল।

গোলশূন্য প্রথমার্ধের শেষ দিকে মাজিয়া একের পর এক আক্রমণ করে। কিন্তু ২৬তম মিনিটে মোহাম্মদ উমাইরের পাসে রাকিচের শট গোলরক্ষক আটকান। এরপর মোহাম্মদ উমাইরের প্রচেষ্টাও ফিরিয়ে দেয় রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধে মাজিয়াকে আটকে রাখতে পারেনি আবাহনী। ৫৯ মিনিটে উমাইরের ডান পায়ের জোরালো ফ্রি-কিক পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে রাকিতিচের বাঁ পায়ের শট শহিদুলকে পরাস্ত করে।।

এ নিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া আবাহনী শেষ ম্যাচে আগামী ৩১ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহন বাগানের বিপক্ষে ফিরতি লেগে খেলবে।