সানচেসের জোড়া গোলে আশা টিকে রইলো আর্সেনালের

তলানির দল সান্ডারল্যান্ডের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল আর্সেনাল। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে আলেক্সিস সানচেসের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 08:49 PM
Updated : 16 May 2017, 09:26 PM

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারায় আর্সেনাল। এই জয়ে লিগের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে রইলো গানাররা। ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই পেপ গুয়ার্দিওলার দলের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। চতুর্থ স্থানে নেমে যাওয়া লিভারপুল ২ পয়েন্ট পিছিয়ে। 
ঘরের মাঠে প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেতে বসেছিল আর্সেনাল। নাচো মনরিলের ব্যাকপাসে বল জালে ঢুকতে যাচ্ছিল, শেষ মুহূর্তে কোনোমতে তা ঠেকান গোলরক্ষক পেতর চেক।
স্বাগতিকরা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৭২তম মিনিটে। মেসুত ওজিলের পাস পেয়ে কাছ থেকে বল জালে জড়ান সানচেস। এর নয় মিনিট পর হেডে ব্যবধান দ্বিগুণ করেন চিলির এই স্ট্রাইকার।
গত অক্টোবরে সান্ডারল্যান্ডের মাঠে দলের ৪-১ ব্যবধানের জয়েও দুই গোল করেছিলেন সানচেস। এবারের লিগে তার মোট গোল হলো ২৩টি। এক গোল বেশি নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে এভারটনের রোমেলু লুকাকু।
আগেই শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলা রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০।