আরও উজ্জ্বল আবু হায়দার, এনামুলের ব্যাটে রান

বল হাতে আবারও ক্ষুরধার আবু হায়দার রনি। এনামুল হকের ব্যাটে আরও একটি অর্ধশতক। রান পেলেন সোহরাওয়ার্দী শুভও। আরও বেগবান তাই গাজী গ্রুপের জয়রথ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 12:31 PM
Updated : 15 May 2017, 12:49 PM

ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অপরাজেয় যাত্রা চলছেই। শীর্ষে থাকা দলটি ৭ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।

এবারের লিগে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল গাজী গ্রুপ। জিতল নয় ম্যাচের সবকটিই। পয়েন্ট তালিকায় তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী পিছিয়ে চার পয়েন্টে।

ফতুল্লায় মাঠ বৃষ্টিভেজা থাকায় দেরিতে শুরু খেলা নেমে আসে ৪৩ ওভারে। টস জিতে ব্যাট নেওয়া খেলাঘর বড় স্কোর গড়তে পারেনি আবু হায়দার ও পারভেজ রসুলের বোলিংয়ে।

খেলাঘর ওপেনার সালাউদ্দিন পাপ্পুকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন অফ স্পিনার রসুল। দ্বিতীয় উইকেটে রবিউল ইসলাম রবি ও রাফসান আল মাহমুদ ৫২ রানের জুটি গড়েন। তবে তাতে লেগে যায় ১০২ বল!

এবারের লিগের চমক রবি ফেরেন ৪১ রানে। ২৮ রান করতে রাফসান খেলেন ৬৩ বল। দ্বিতীয় স্পেলে ফিরে দুজনকেই ফেরান আবু হায়দার।

মাঝে রানের গতি একটু বাড়ানোর চেষ্টা করেছিলেন অমিত মুজমদার। কিন্তু ৫৫ বলে ৪৯ করে তিনি রান আউট হয়ে যান। খেলাঘর তুলতে পারে ১৭৫ রান।

৯ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন আবু হায়দার। এবারের লিগে চার উইকেট নিলেন এই নিয়ে তিনবার। ২২ উইকেট নিয়ে আছেন লিগের সর্বোচ্চ উইকেট শিকারি আরাফাত সানির (২৩) ঠিক পেছনেই।

রান তাড়ায় শুরুতেই ২ উইকেট হারিয়েছিল গাজী। তবে এনামুলের ব্যাটে দূর হয় শঙ্কা। মিডল অর্ডারে নিয়মিত সুযোগ পাওয়া সোহরাওয়ার্দীও প্রতিদান দেন আস্থার। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দুজন।

চারটি চার ও তিন ছক্কায় ৭৭ বলে ৬৭ করে ফেরেন এনামুল। লিগে এবার চারবার পঞ্চাশ ছুঁয়ে একটিও নিতে পারলেন না তিন অঙ্কে।

পারভেজ রসুলকে নিয়ে বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন সোহরাওয়ার্দী। অপরাজিত থাকেন ৫৮ রানে। ২ উইকেট নেওয়ার পর ভারতীয় অলরাউন্ডার রসুল ব্যাট হাতে অপরাজিত ৪২ বলে ৪২ রানে।

তবে দারুণ বোলিংয়ে জয়ের ভিত গড়ে দিয়ে ম্যাচ সেরা আবু হায়দারই।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর: ৪৩ ওভারে ১৭৫/৭ (রবিউল ৪১, পাপ্পু ৩, রাফসান ২৮, অমিত ৪৯, নাজিম উদ্দিন ২৫, জোসি ৪, সাগর ১০*, মঈন ৬, জনি ১*; আবু হায়দার ৪/৩৫, মেহেদি ০/২৫, রসুল ২/৩৪, সোহরাওয়ার্দী ০/১৮, নাঈম জুনিয়র ০/৩৩, হোসাইন ০/২৭)।

গাজী গ্রুপ: ৩৬.১ ওভারে ১৭৬/৩ (এনামুল ৬৭, জহুরুল ০, মুমিনুল ৬, সোহরাওয়ার্দী ৫৮*, রসুল ৪২*; তানভির ৩/৩১, রনদিভ ০/২০, জনি ০/৩১, রবিউল ০/১১, জোসি ০/১৮, মঈন ০/১৩. রাফসান ০/৫১)।

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আবু হায়দার