'গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন রোনালদো'

সেভিয়ার বিপক্ষে জয়ে বড় অবদান রাখা ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচের মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় তারকা এই ফরোয়ার্ড সবসময় জ্বলে ওঠেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 09:18 AM
Updated : 15 May 2017, 11:35 AM

রোববার রাতে লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-১ গোলের বিশাল জয় পায় রিয়াল। জোড়া গোল করেন রোনালদো। একটি করে গোল করেন নাচো ফের্নান্দেস ও টনি ক্রুস।

এই জয়ে ২০১২ সালের পর লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে রিয়াল। তাদের পয়েন্ট এখন ৩৬ ম্যাচে ৮৭। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্টও ৮৭। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রিয়ালের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৪০১। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রশংসায় জিদান বলেন, "সে ভিন্ন প্রকৃতির খেলোয়াড়।"

রোনালদোর দ্বিতীয় গোলটি দেখে মুগ্ধ রিয়াল কোচ।

"টনি ক্রুসের পাসটি খুব ভালো, ওখানে একটি ফাঁকা জায়গা ছিল এবং সে বল জালে জড়িয়ে দেয়। ফল নির্ধারক মুহূর্তগুলোতে সবসময় সে অবদান রাখে।”

এই নিয়ে চলতি লিগে ২২ গোল করলেন রোনালদো, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি।