রোমার মাঠে হেরে অপেক্ষায় ইউভেন্তুস

শিরোপা জয়ের হাতছানিতে মাঠে নামা ইউভেন্তুস হারের হতাশায় বাড়ি ফিরেছে। শিরোপা লড়াইয়ে থাকা রোমার মাঠে ৩-১ গোলে হেরে গেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 09:32 PM
Updated : 14 May 2017, 09:32 PM

রোববার রাতের এই জয়ে ইতালির শীর্ষ লিগ সেরি আয় রোমার শিরোপা সম্ভাবনা ক্ষীণ হলেও বেঁচে রইলো।

৩৬ ম্যাচ শেষে ইউভেন্তুসের পয়েন্ট ৮৫। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রাজধানীর দল রোমা।

প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে গনসালো হিগুয়াইনের পাস পেয়ে মারিও লেমিনা কাছ থেকে বল জালে পাঠালে এগিয়ে যায় ইউভেন্তুস।

তবে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ স্থায়ী হয়নি। চার মিনিট পর সমতা টানেন দানিয়েলে দে রস্সি। মানোলাসের হেড গোলরক্ষক জানলুইজি বুফ্ফন ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি; ফিরতি বল পেয়ে জালে পাঠান ইতালির অভিজ্ঞ মিডফিল্ডার দে রস্সি।

দ্বিতীয়ার্ধে নয় মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে রোমা।  

৫৬তম মিনিটে ডি-বক্সের মধ্যে ইতালির ফরোয়ার্ড স্তেফান এল শারাউইয়ের শট ইউভেন্তুসের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আর ৬৫তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার রাদিয়া নাইনগোলান।

দিনের অন্য ম্যাচে তোরিনোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি। সমান ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।