টটেনহ্যামের মাঠে ইউনাইটেডের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2017 12:39 AM BdST Updated: 15 May 2017 12:39 AM BdST
দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েইন রুনির গোলে ব্যবধানও কমিয়েছিল দলটি। কিন্তু শেষরক্ষা হয়নি, ভিক্টর ওয়ানিয়ামা ও হ্যারি কেইনের গোলে ঘরের মাঠে তাদের হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।
২-১ গোলের জয়ে নিশ্চিত হয়েছে দ্বিতীয় স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করবে টটেনহ্যাম। গতবার তৃতীয় হয়েছিল মাউরিসিও পচেত্তিনোর দল।
এই হারে নিশ্চিত হয়ে গেছে, সেরা চারে থেকে লিগ শেষ করা হচ্ছে না জোসে মরিনিয়োর শিষ্যদের।
হোয়াইট হার্ট লেনে চলতি মৌসুমে লিগে অপরাজিত থাকল টটেনহ্যাম। এখানে আপাতত এটাই শেষ ম্যাচ টটেনহ্যামের। একই জায়গায় হবে নতুন স্টেডিয়াম। আগামী মৌসুমে ওয়েম্বলিতে ঘরের ম্যাচগুলো খেলবে দলটি।
পঞ্চম মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে হেন ওয়ানিয়ামা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
৭১তম মিনিটে অধিনায়ক রুনির গোলে ব্যবধান কমায় ইউনাইটেড। কিন্তু সমতা আর ফেরাতে পারেনি দলটি।
প্রিমিয়ার লিগে থেকে সুযোগ না পেলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা টিকে আছে মরিনিয়োর শিষ্যদের। এর জন্য আগামী ২৪ মে ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সকে হারাতে হবে তাদের।
রোববার অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে তিন নম্বরে উঠে এসেছে লিভারপুল। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনালও চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে আছে। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।
দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৭। টটেনহ্যামের ৮০।
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
-
শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ