সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চান কোন্তে

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা চেলসি উন্নতির ধারা বজায় রাখতে দলের সেরা খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন কোচ আন্তোনিও কোন্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 05:35 PM
Updated : 14 May 2017, 05:35 PM

গত শুক্রবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি। 

সংবাদ মাধ্যমের খবর, চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা ও প্লেমেকার এডেন হ্যাজার্ডের ভবিষ্যত নিয়ে গুঞ্জন চলছে। তারকা এই খেলোয়াড়দের ধরে রাখার প্রতিই জোর দিচ্ছেন কোচ।

“এসব খেলোয়াড়দের নিয়ে কাজ করে যেতে পারলে আপনি অনেক উন্নতি করতে পারবেন।”

ইউভেন্তুস ও ইতালি জাতীয় দলের সাবেক কোচ কোন্তে চলতি মৌসুমের শুরুতেই চেলসিতে নাম লেখান। তার অধীনে প্রথম মৌসুমেই দারুণ সাফল্যের দেখা পেল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাব।

কোন্তেকেও নিয়ে চলছে গুঞ্জন। ইতালির সংবাদমাধ্যমে বলা হচ্ছে, চেলসি ছেড়ে তিন বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্ব নিলে সপ্তাহে ৩ লাখ ২২ হাজার ডলার করে পেতে পারেন ৪৭ বছর বয়সী কোন্তে। কিন্তু এসব ব্যাপারে মুখ খুলছেন না ইতালির এই কোচ। তার কথায় এখন কেবল চেলসি নিয়ে ভাবনা।

“তারা (চেলসি) এখন আমার ধারণাটা জানে, আমিও তাদের জানি, আমার খেলোয়াড়দের বৈশিষ্ট্যগুলোও আমি জানি। আমরা এখন আরও উন্নতি করতে পারি।”