জাতীয় হকির সেমিতে ঢাকা ও সেনাবাহিনী

দাপুটে জয়ে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে ঢাকা জেলা। টাইব্রেকারে জিতে সেরা চারে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 02:10 PM
Updated : 14 May 2017, 02:10 PM

বাংলাদেশ হকি ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ময়মনসিংহ জেলাকে ১৬-০ গোলে উড়িয়ে দেয় ঢাকা।

ঢাকার জয়ে মাকসুদ আলম হাবুল ৪টি, মাহবুব হোসেন ৩টি ও রায়হান উদ্দিন ২টি গোল করেন। জয়ী দলের বাকি নয় গোলদাতা রুবেল, সিহাব, ইকবাল, আফসার, রাব্বি সালেহীন, ইমতিয়াজ ও রাকিন।

সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মধ্যের ম্যাচ দারুণ জমেছিল। আরশাদ হোসেন, খলিলুর রহমান ও রকিবুল হাসানের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দলটি। শেষ দিকে মিলন হোসেন ও হাসান যুবায়ের নিলয় নিজের দ্বিতীয় গোলটি করলে সমতায় শেষ হয় ম্যাচ।

টাইব্রেকারেও জমাট লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম ৫ শুট আউটে দুই দলই তিনটি করে গোল পায়। সাডেন ডেথে সাব্বির রানা গোল করলে ৭-৬ ব্যবধানে জিতে সেরা চার নিশ্চিত হয় সেনাবাহিনীর। বিকেএসপির রাজু আহমেদ মিস করেন।