১৪ বছর বয়সী দর্শকের পান ভাঙার ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা।
শনিবার জার্মানির শীর্ষ লিগেরম্যাচে ৫-৪ গোলে জিতেছে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা বায়ার্ন।
দ্বিতীয় মিনিটেই অস্ট্রিয়ার মিডফিল্ডারমার্সেল জাবিটসারের হেডে এগিয়ে যায় লাইপজিগ। সপ্তদশ মিনিটে সফল স্পটকিকে বায়ার্নকেসমতায় ফেরান রবের্ত লেভানদোভস্কি।
পাঁচ মিনিট পর দুরূহ কোণ থেকেভেরনারের দ্বিতীয় গোলে ফের দুই গোলে এগিয়ে যায় লাইপজিগ।
৮৪তম মিনিটে আরিয়েন রবেনের দুর্দান্তশট ক্রসবারে লেগে ফিরলে হেডে জালে পাঠান লেভানদোভস্কি। যোগ করা সময়ে দাভিদ আলাবার দারুণফ্রি-কিকে সমতায় ফেরে বায়ার্ন।
গত মাসে শিরোপা নিশ্চিত করা বায়ার্নেরপয়েন্ট হলো ৩৩ ম্যাচে ৭৯। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লাইপজিগ।