‘রিয়ালের বাকি ৪ ফাইনাল’

জিনেদিন জিদানের মতে, মৌসুমের বাকি সময়টা সবচেয়ে কঠিন। আর সব মিলিয়ে বাকি থাকা নিজেদের চারটি ম্যাচ রিয়াল মাদ্রিদ কোচের কাছে ‘চারটি ফাইনাল’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 05:39 PM
Updated : 13 May 2017, 05:39 PM

রিয়ালের সামনে দুটি শিরোপা জয়ের হাতছানি। গুরুত্বপূর্ণ ও কঠিন এ সময়ে শিষ্যদের মনোযোগ ধরে রাখার পরামর্শ দিয়েছেন জিদান।

লা লিগায় শেষ তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই পাঁচ বছর পর শিরোপা জিতবে রিয়াল। এই তিন ম্যাচের প্রথমটিতে রোববার সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে জিদানের দল। বুধবার সেল্তা ভিগোর মাঠে এবং আগামী সপ্তাহে শেষ রাউন্ডে মালাগার মাঠে খেলবে স্পেনের সফলতম ক্লাবটি।

আর আগামী ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের বিপক্ষে খেলবে ১১ বারের চ্যাম্পিয়নরা। জিতলে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে দলটি।

শনিবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে আমাদের চারটি ফাইনাল বাকি আছে। তবে এখন পর্যন্ত আমরা কিছুই জিতি নাই। আমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে এবং যে পথে এ পর্যন্ত এসেছি সে পথে নিবিষ্ট মনে লেগে থাকতে হবে।”

“আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে আছি, কিন্তু সবচেয়ে কঠিন অংশটা এখনও বাকি।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল-সেভিয়া ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায়।

৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও ৮৪; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।