নতুন কোচের অধীনে ড্রয়ে শুরু ব্রাদার্সের

নতুন কোচের অধীনে ফেডারেশন কাপের শুরুটা ভালো হয়নি ব্রাদার্স ইউনিয়নের। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে ১-১ ড্র করেছে সুব্রত ভট্টাচার্যর দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 04:46 PM
Updated : 13 May 2017, 04:46 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার গোলশূন্য প্রথমার্ধে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। দ্বাদশ মিনিটে বিজেএমসির স্বপন মিয়ার দূরপাল্লার ভলি পোস্টের অল্প বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৪২তম মিনিটে সিও জুনাপিও শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি ব্রাদার্সেরও।

৪৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সের ভেতর থেকে মোহাম্মদ জুনাপিওর নেওয়া কোনাকুনি শট ঠিকানা খুঁজে পায়।

৭০তম মিনিটে ডি-বক্সের মধ্যে মোহাম্মদ শরীফ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বিজেএমসি। ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োকো সামনিকের স্পটকিক বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কামাল হোসেন টিটু।

এর আগে ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে হোঁচট খায় শিরোপাধারী আবাহনী। এগিয়ে গিয়েও নবাগত দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করে দ্রাগো মামিচের শিষ্যরা।