দল-বদলের গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার

নেইমারের দল-বদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। তবে আগের মতোই ব্রাজিলের ফরোয়ার্ড জানিয়েছেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 03:39 PM
Updated : 13 May 2017, 03:39 PM

গণমাধ্যমের খবর, নেইমারকে দলে টানতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও পিএসজি। সঙ্গে যোগ হয়, গত সপ্তাহে অনুশীলন মাঠে লুইস এনরিকের সহকারী হুয়ান কার্লোস উনসুয়ের সঙ্গে তার কথা কাটাকাটির খবর। আর তাতে ওইসব গুঞ্জন কিছুটা নতুন মাত্রা পায়।

তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করা বার্সেলোনার এই তারকা জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না তিনি।

বিন স্পোর্টসকে নেইমার বলেন, “আমি এখানেই থাকতে চাই আর একারণেই চুক্তি নবায়ন করেছি। এখানে ক্লাবের জন্য যা করেছি, সবকিছু নিয়ে আমি খুশি। আমি আমার সতীর্থদের নিয়ে খুশি। আমি স্বাচ্ছন্দ্যে আছি।”

রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় লাস পালমাসের মাঠে খেলতে নামবে লা লিগায় ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা।

এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৮৪; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।