বেলের মাঠে ফেরা নিয়ে অনিশ্চিত জিদান

চোট কাটিয়ে গ্যারেথ বেল কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত নন জিনেদিন জিদান। তবে ওয়েলসের ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশা করছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 02:38 PM
Updated : 13 May 2017, 02:38 PM

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন বেল। ওই চোট কাটিয়ে গত ২৩ এপ্রিল লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ফিরলেও কাফের সমস্যা দেখা দেওয়ায় প্রথমার্ধের আগেই তাকে তুলে নেন জিদান।

তারপর থেকে মাঠের বাইরে ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। এই মৌসুমে আর চারটি ম্যাচ বাকি আছে রিয়ালের।

রোববার লিগে চতুর্থ স্থানে থাকা সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল। এই ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে জিদান জানান, বেলের অবস্থার উন্নতি হচ্ছে তবে তার মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত নন তিনি।

“গ্যারেথ বেলের বিষয়টা আমাদের প্রতিদিন দেখতে হবে। সে জিম করছে, কাজ করছে, অস্বস্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ভালোর দিকে যাচ্ছে, তবে আপনাকে প্রতিদিন দেখতে হবে। কিন্তু এখনও সে আমাদের সঙ্গে অনুশীলন শুরু করেনি। আমি আপনাদের বলতে পারছি না, সে কবে ফিরবে। তবে আশা করি, দ্রুতই ফিরবে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল-সেভিয়া ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায়।

৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৮৪; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।