ইসলামি সলিডারিটি গেমসে শুটিংয়ে রাব্বির রুপা

রাব্বি হাসান মুন্নার হাত ধরে বাকুতে চতুর্থ ইসলামি সলিডারিটি গেমসে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন তরুণ এই শুটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 10:08 AM
Updated : 13 May 2017, 10:29 AM

আজারবাইজানের বাকু শুটিং সেন্টারে শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জেতেন রাব্বি। ২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন।

গ্লাসগো কমনওয়েথ গেমসে রুপা জেতা আব্দুল্লাহ হেল বাকিকে ঘিরে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে পঞ্চম হন বাংলাদেশের এই শুটার।

বাছাইয়েও সোনা জয়ী আকগুনের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন রাব্বি; ৬২৪ স্কোর গড়েছিলেন তিনি। বাছাইয়ে ষষ্ঠ হওয়া বাকীর স্কোর ছিল ৬২০.৩।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪১০.৪ স্কোর গড়ে ষষ্ঠ হওয়া আতকিয়া হাসান দিশা ফাইনালেও ষষ্ঠ হয়েছেন।

বাছাইয়ে হতাশ করেছে বাংলাদেশের অপর শুটার মাহফুজা জান্নাত জুঁই। ৪০৫.৪ স্কোর গড়ে চতুর্দশ হয়ে তিনি ছিটকে পড়েন পদকের লড়াই থেকে।