চেলসির জয়ে লুইসের স্বপ্নপূরণ

চেলসির হয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করাটা ডিফেন্ডার দাভিদ লুইসের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 09:28 AM
Updated : 13 May 2017, 10:33 AM

শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। বদলি হিসেবে নামা মিচি বাতসুয়াইয়ের ৮২তম মিনিটে করা গোলে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে আন্তোনিও কোন্তের দল।

২০১১ সালে চেলসিতে যোগ দেওয়া লুইসের জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম তিন বছরে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জিতলেও লিগ জিততে পারেননি তিনি। পরে ২০১৪ সালে যোগ দেন পিএসজিতে।

ফ্রান্সের ক্লাবটিতে দুই মৌসুম খেলার পর গত বছর অগাস্টে চেলসিতে ফিরে আসেন লুইস, হয়ে ওঠেন কোন্তের দলে তিন জনে গড়া রক্ষণভাগের প্রাণ।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ব্রাজিলের ডিফেন্ডার লুইস বিবিসি রেডিও ফাইভকে বলেন, “আমি খুশি। খুব খুশি। এটা আমার প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। যখন আমি এখানে ফিরে আসার সিদ্ধান্ত নেই, আমি প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখেছিলাম। আমি খুব খুশি কারণ আমার স্বপ্ন সত্যি হয়েছে।”

“আজ রাতের ম্যাচটি দারুণ ছিল। মুহূর্তগুলো পেতে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি।”

দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই চেলসিকে শিরোপা জেতানো ইতালিয়ান কোচ কোন্তের উচ্ছ্বসিত প্রশংসা করেন লুইস।

“তিনি কাজ করতে পছন্দ করেন। প্রতিদিন তিনি উদ্দীপনা নিয়ে কাজ করেন, তার জন্যে আমি খুশি। তিনি এটার যোগ্য, কারণ তিনি প্রতি দিন কঠিন পরিশ্রম করতেন।”