এবার এফএ কাপে চোখ কোন্তের

চেলসির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জয়ের উচ্ছ্বাসে ভাসছেন আন্তোনিও কোন্তে। মৌসুমটাকে আরও রাঙিয়ে রাখতে এখন এফএ কাপ জয়ের স্বপ্ন দেখছেন ইতালির এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 07:52 AM
Updated : 13 May 2017, 10:34 AM

শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করে চেলসি।

ক্লাবের ইতিহাসে চেলসির এটা ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম লিগ শিরোপা। আগামী ২৭ মে এফএ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তারা। কোন্তের দৃষ্টির এখন সেদিকে।

“আমার জন্য ইংল্যান্ডে প্রথম মৌসুমে জেতা...আমি সত্যিই এই অর্জনে গর্বিত। এই লিগ জিততে খেলোয়াড়রা আমাকে দারুণ পেশাদার মনোভাব, নিবেদন, কাজের-হার দেখিয়েছে।”

“আমরা ভাগ্যবান ছিলাম না, আমরা দারুণ কাজ করেছি। বিশ্রাম নেওয়াটা গুরুত্বপূর্ণ। এটা দারুণ একটা মৌসুম কিন্তু এখন আমরা এফএ কাপ জিততে পারি।”