ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড-আয়াক্স

সেল্তা ভিগো বাধা পেরিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা নির্ধারণী ম্যাচে জোসে মরিনিয়োর দলের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 02:38 AM
Updated : 12 May 2017, 02:38 AM

শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্প্যানিশ ক্লাব সেল্তার মাঠে প্রথম লেগে ইউনাইটেড জিতেছিল ১-০ গোলে।

মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে মারোয়ান ফেলাইনির হেডে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

৮৫তম মিনিটে ফাকুন্দো রনকাগলিয়া সমতা ফেরানোর পর ফাইনালে উঠতে আর একটি গোল প্রয়োজন ছিল সেল্তার।

একটু পরই দুই পক্ষের খেলায়াড়রা বিবাদে জড়ালে ইউনাইটেডের এরিক বেইলি ও রনকাগলিয়াকে মাঠ ছাড়তে হয় লালকার্ড দেখে।

শেষ বাঁশি বাজার ঠিক আগে স্ট্রাইকার ইয়ন গিদেত্তি খুব সহজ সুযোগ নষ্ট করায় প্রথমবারের মতো বড় কোনে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ওঠা হয়নি সেল্তার।

ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা টিকে রইলো। ইউরোপা লিগের শিরোপা জয়ীরা সরাসরি ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়।

অন্য সেমি-ফাইনালে ফ্রান্সের লিওর মাঠে ৩-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে আয়াক্স। প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে খেলতে গিয়েছিল নেদারল্যান্ডসের দলটি।

স্টকহোমে আগামী ২৪ মে হবে শিরোপা নির্ধারণ লড়াই।